মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে রাশিয়া

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া। গত বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। রাশিয়া এমন সময় এই বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা দিল, যখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সিরিয়ায় জাতিসংঘের ত্রাণবহরে বিমান হামলার জন্য মস্কোর দিকে অভিযোগের আঙুল তুলেছে। গত সোমবার সিরিয়ার আলেপ্পোর কাছে জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহরে বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়। ত্রাণবাহী ৩১টি গাড়ির মধ্যে ১৮টিই বিধ্বস্ত হয়। এ ঘটনার পর জাতিসংঘ সিরিয়ায় ত্রাণবাহী গাড়ির যাত্রা স্থগিত ঘোষণা করে। যুক্তরাষ্ট্র এর আগে এ ঘটনার  জন্য রাশিয়া অথবা সিরীয় সরকার দায়ী বলে দাবি করেছিল। তবে গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছেন, এ ঘটনার জন্য রাশিয়াই দায়ী এবং তাদের এর দায় স্বীকার করতে হবে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে রাশিয়ার অন্তত ছয়টি যুদ্ধজাহাজ এবং এগুলোকে সহযোগিতা করতে আরো ৩/৪টি নৌযান রয়েছে। এই বহরের সামরিক শক্তি বৃদ্ধির জন্য আমরা সেখানে বিমানবাহী রণতরি অ্যাডমিরাল কুজনেতসভকে মোতায়েনের পরিকল্পনা করছি। তবে ঠিক কবে নাগাদ বিমানবাহী এই রণতরিটি ভূমধ্যসাগরে মোতায়েন করা হবে, সে ব্যাপারে কিছুই জানাননি শোইগু। বিবিসি,রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন