ব্রিটিশ রাজপরিবারে জন্ম, তবে সেই পরিবারের উত্তরাধিকার হলেও ছেলের নামে রয়্যাল পদবি রাখতে নারাজ যুবরাজ প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। ২০১৯ এর ৬ মে ব্রিটেনের রাজপরিবারে জন্মগ্রহণ করেন আর্কি হ্যারিসন মাউন্টব্যাটেন উইন্ডসর। যদিও ব্রিটেন যুবরাজের মত রয়্যাল পদবি থাকবে না তার ছেলের নামে।
এর কারণও স্পষ্ট জানিয়েছনে তিনি। একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, সাসেক্সের ডিউক অ্যান্ড ডাচেস আর্চির জন্য আর্ল অফ ডাম্বার্টন পদবি প্রত্যাহার করেছেন। এর কারণ ‘ডাম্ব’ নামটি রয়েছে। হ্যারি এবং মেগানের আশঙ্কা এই নাম থাকলে ভবিষ্যতে আর্চির জন্য দুর্ভাগ্যজনক ডাকনাম হয়ে যেতে পারে।
দ্য টেলিগ্রাফ সংবাদপত্রকে হ্যারি ও মেগান জানান যে, আর্চিকে ডাম্বার্টনের নাম নিয়ে আগামী দিনে ‘ডাম্ব’ (বোকা) বলে ডাকা হতে পারে। ভবিষ্যতে তাঁদের ছেলে সমস্যা হতে পারে। হ্যারি এও জানান যে প্রথমে মেগানই এই সমস্যার কথা জানান।
প্রসঙ্গত, কয়েক দিন আগে, প্রিন্স চার্লস ঘোষণা করেছিলেন যে আর্চি কখনই রাজপুত্র হতে পারবেন না। রাজপরিবারের সদস্য যেন উত্তরাধিকার না হতে পারে তার জন্য নথি পরিবর্তনও করেন তিনি। অপরাহ উইনফ্রে-র সঙ্গে সাক্ষাৎকারে মেগান-হ্যারি এমনটাই জানিয়েছিলেন। ডাচেস অফ সাসেক্স প্রকাশ করে যে আর্চিকে রাজকীয় উপাধি দেওয়া নিয়ে তারা কখনও আপত্তি করেনি, কিন্তু ব্রিটিশ রাজপরিবার এই উপাধি দিতে চায় না ছোট্ট খুদেকে। সূত্র : জি নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন