ইনকিলাব ডেস্ক : ভারতীয় অনুরোধ অগ্রাহ্য করে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর জন্য গতকাল রুশ সেনারা পাকিস্তান পৌঁছেছে। আজ শনিবার দুই দেশের সেনাদের এই যৌথ মহড়া শুরু হবে বলে পাকিস্তানের সামরিক সূত্র থেকে জানানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে রুশ বাহিনীর এটাই প্রথম যৌথ সামরিক মহড়া। ঐতিহাসিক এই মহড়াকে দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা জোরদারের গুরুত্ব বহন করছে বলে পর্যবেক্ষক মহল মনে করছে। উল্লেখ্য, ভারত অধিকৃত কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে পরিচালিত সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া না চালানোর জন্য রাশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছিল। কিন্তু পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া চালানোর জন্য পাকিস্তানের মাটিতে রুশ বাহিনীর উপস্থিতি ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধ প্রত্যাখ্যানের শামিল বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিপূর্বে প্রকাশিত এক খবরে রুশ বাহিনী পাকিস্তানের সাথে সামরিক মহড়া বাতিল করেছে বলে জানানো হয়েছিলো।
পাকিস্তানের আইএসপিআর-এর মহাপরিচালক লে. জে. আসিম সেলিম বাজোয়া এক ট্যুইট বার্তায় রুশ যৌথসামরিক মহড়ার জন্য বাহিনী পাকিস্তানে পৌঁছেছে বলে জানিয়েছেন। দুশো রুশ সৈন্য এই যৌথ মহড়ায় অংশ নেবে। টাইমস অব ইন্ডিয়, ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন