শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

লিবিয়ায় আইএসের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লিবিয়ার সিরতে আইএসের সঙ্গে সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১০ জন আইএস জিহাদি ও তিনজন সরকারি সৈন্য। হাসপাতাল ও সামরিক সূত্র জানায়, লিবিয়ার উপকূলীয় শহর সিরতে আইএস জিহাদিদের সর্বশেষ ঘাঁটিতে বৃহস্পতিবার সরকারি সৈন্য ও জিহাদিদের মধ্যে সংঘর্ষ হয়, এতে এই নিহতের ঘটনা ঘটে। সরকারি সৈন্যদের গণমাধ্যম শাখা জানায়, সিরতে আইএসের একমাত্র ঘাঁটির দিকে সরকারি সৈন্যরা অগ্রসর হওয়ার সময় সৈন্যদের সাথে জিহাদিদের সংঘর্ষ হয়। জিহাদিদের তিনটি গাড়িবোমা লক্ষ্যস্থলে পৌঁছার আগেই সৈন্যরা ধ্বংস করে দেয়। গত মে মাসে সরকার জিহাদিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করার আগে সিরত ছিলো আইএসের শক্ত ঘাঁটি। সিরতের পাশে স্থাপিত অস্থায়ী চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকরা জানান, ওই সংঘর্ষে তিনজন জিএনএ সৈন্য ও ১০ আইএস জিহাদি নিহত হয়েছে। গত চারমাস ধরে লিবিয়ায় আইএসের সঙ্গে সরকারি সৈন্যদের সংঘর্ষ চলছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলির ৪৫০ কিলোমিটার পূর্বে সিরতের ঘাঁটি থেকে আইএস জিহাদিরা এতদিন আত্মঘাতীসহ বিভিন্ন ধরনের হামলা চালিয়ে আসছিলো। মে মাসে আইএস-বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে সাড়ে চারশোরও বেশি সরকারি সৈন্য নিহত এবং প্রায় আড়াই হাজার আহত হয়েছে। তবে কতজন আইএস জিহাদি নিহত হয়েছে, তা জানা যায়নি। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন