বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পোপের দ্রুত আরোগ্য কামনা এরদোগানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

পোপ ফ্রান্সিসের দ্রুত আরোগ্য কামনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। পোপকে পাঠানো এক বার্তায় মঙ্গলবার তিনি এ রোগমুক্তি কামনা করেন। খবর ডেইলি সাবাহর। এতে এরদোগান বলেন, আমার দেশের জনগণ এবং আমার পক্ষ থেকে আপনার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।আশাকরি অস্ত্রোপচারের ধকল কাটিয়ে তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠবেন। বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৮৪ বছর বয়সি এ খ্রিস্টান ধর্মগুরু। ৪ জুলাই প্রার্থনার পরপরই স্থানীয় সময় সন্ধ্যায় রোমের গেমেলি ইউনিভার্সিটি হাসপাতালে অস্ত্রোপচার হয় পোপ ফ্রান্সিসের। অস্ত্রোপচারের পর পোপ সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভ্যাটিকান সিটির মুখপাত্র মাত্তেও ব্রুনি এক বিবৃতিতে জানান, ২০১৪ সালে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। অপারেশনের পর সুস্থ রয়েছেন পোপ। পোপকে কতদিন হাসপাতালে থাকতে হবে সে বিষয়েও কিছু বলেননি। পোপের বৃহদান্ত্রে ‘সিম্পটোম্যাটিক ডাইভার্টিকুলার স্টেনোসিস’-এর জন্য অপারেশন করা হয়েছে বলে জানা যায়। ডেইলি সাবাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন