শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

হেলিকপ্টার ভাড়া দিচ্ছে লেবানন আর্মি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০২ এএম

লেবাননের অর্থনীতিতে চরম ধসের কারণে হেলিকপ্টার ভাড়া দেওয়া শুরু করেছে দেশটির সেনাবাহিনী। দীর্ঘদিন ধরে চলা দেশটিতে যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিতে মিনিট হিসেবে হেলিকপ্টার ভাড়া দেওয়া হচ্ছে। লেবাননের সেনাবাহিনীর কর্নেল হাসান বারাকাত জানান, ‘যুদ্ধের কারণে আমাদের অর্থনীতি চরম ক্ষতির মুখে পড়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এ ভাড়া থেকে ধ্বংস হওয়া যাওয়া বিমানের রক্ষণাবেক্ষণের খরচ হবে। ।’ সেনাবাহিনীর এই হেলিকপ্টারে ১৫ মিনিটের জন্য গুণতে হবে ১৫০ ডলার। এদিকে বিশ্ব ব্যাংক বলছে, বিশ্বের ইতিহাসে চরম ক্ষতি মুখে পড়েছে লেবানন। দেশটির মুদ্রামান দুই বছরের কম সময়ে ৯০ শতাংশ কমে গিয়েছে এবং অর্ধেকের বেশি জনগণ দারিদ্রসীমার নিচে বাস করছে। সেনাবাহিনীর কমান্ডর জেনারেল জোসেফ অন গত মাসে বলেন, এই সঙ্কটের পিছনে সরকারের হাত রয়েছে। সরকারের দূর্নীতি এজন্য দায়ী, এতে করে দেশটির সেনাবাহিনীসহ সব খাতে ধস নেমে এসেছে। এদিকে লেবাননকে চলতি সপ্তাহে ৭০ টন খাবার দেওয়ার কথা জানিয়েছে কাতার। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন