শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের যাত্রা শুরু

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন। গত রবিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে। চীনের দাবি, প্রকল্পটি মানুষের ভিনগ্রহের প্রাণি খোঁজার কাজে সহায়ক হবে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পার্বত্য গুইঝু এলাকায় দ্য ফাইভ হানড্রেড মিটার এপারেচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ (ফাস্ট) তার কার্যক্রম শুরু করে। ফাস্টের নির্মাণ কাজ ২০১১ সালে শুরু হয়। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৮ কোটি মার্কিন ডলার। এটির আয়তন প্রায় ৩০টি ফুটবল মাঠের সমান। ফাস্ট মহাকাশে বিভিন্ন তল্লাশির পাশাপাশি বুদ্ধিমান প্রাণিজগতের খোঁজে কাজ করবে। উল্লেখ্য, চীন তার অগ্রগতি বিশ্বকে জানান দিতে সামরিক শক্তির পাশাপাশি মহাকাশেও কোটি কোটি ডলারের প্রকল্প হাতে নিয়েছে। দেশটি আগামী ২০২০ সালের মধ্যে মহাশূন্যে স্থায়ী মহাকাশ কেন্দ্র নির্মাণ এবং চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন