শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ফিলিস্তিনী সাংবাদিকদের আইডি বন্ধ করল ফেসবুক কর্তৃপক্ষ

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি প্রকাশনার দুইজন সম্পাদকের ফেসবুক আইডি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওই দুই সম্পাদক জানিয়েছেন, গত সপ্তাহে তাদের আইডি বন্ধ করে দেওয়া হয় এবং কোনো রকমের কারণ দেখানো হয়নি। আল-জাজিরার খবরে বলা হয়, ইসরাইলের সমালোচনা বন্ধ করতে ফেসবুক ও ইসরাইল সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। গত সপ্তাহে বার্তা সংস্থা সেহাবের চারজন সম্পাদকের ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক। ওই পেজে ৬৩ লক্ষাধিক লাইক ছিল। এছাড়া কুদস সংবাদ মাধ্যমের তিনজন নির্বাহীর পেজ যেগুলোতে প্রায় ৫১ লক্ষের মতো লাইক ছিল সেসবও বন্ধ করে দেওয়া হয়েছে। এই দুই গণমাধ্যমই ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনীদের খবর প্রচার করে থাকে। কুদস সংবাদ মাধ্যমের নাসরিন আল খতিব নামে একজন সংবাদকর্মী আল-জাজিরাকে জানান, সম্প্রতি ইসরাইল সরকার ও ফেসবুকের করা চুক্তির ভিত্তিতেই এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়ে থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে সমালোচনা বন্ধ করতে সে চুক্তি করা হয়েছিল। তিনি জানান, ফেসবুকের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে, কেন বিনা কারণে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। আল-জাজিরা ফেসবুকের সঙ্গে যোগাযোগ করলে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন