ইনকিলাব ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে গত রোববার থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। তবে পূর্ব সতর্কতা হিসেবে কাশ্মীরের বিভিন্ন অংশে জন সমাবেশের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে স্থানীয় প্রশাসন। দেশটির জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আজ থেকে পুরো কাশ্মীর উপত্যকা কারফিউ মুক্ত, তবে পূর্ব পদক্ষেপ হিসেবে কিছু কিছু এলাকায় নিষেধাজ্ঞা রয়েছে। তিনি বলেন, শনিবার উপত্যকার পরিস্থিতির উন্নতি হওয়ায় কারফিউ প্রত্যাহার করা হয়েছে। রোববার উপত্যকার কোনো অংশে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ৭৯ দিন ধরে কাশ্মীরে কারফিউ চলমান থাকায় এখনো অনেক দোকান-পাট ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন