গত বছর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু করেছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল-সায়িদ। রবিবার দুই দিনের সউদী আরবের লোহিত সাগর তীরবর্তী শহর নিওমে পৌঁছেছেন তিনি। এই সফরে ইয়েমেন যুদ্ধ ছাড়াও দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ওমানের সুলতানকে স্বাগত জানান সউদী বাদশাহ সালমান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, করোনাভাইরাস মহামারি শুরুর পর এটাই ৮৫ বছর বয়সী সউদী বাদশাহর প্রথম মুখোমুখি সাক্ষাৎ। এছাড়াও ওমানের সুলতানকে স্বাগত জানানোর সময় উপস্থিত ছিলেন সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ঋণ জর্জরিত ওমানে বেকারত্বের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। আল-জাজিরা।য়
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন