রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১০ ব্রাদারহুড নেতার যাবজ্জীবন বহাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০২ এএম

মিসরের সর্বোচ্চ আপিল আদালতে দেশটিতে নিষিদ্ধ ঘোষিত প্রভাবশালী সংগঠন মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বদিসহ ১০ নেতার যাবজ্জীবন কারাদন্ডের শাস্তি বহাল রাখার আদেশ দেয়া হয়েছে। রোববার দেশটির সুপ্রিম কোর্টের কোর্ট অব কেসেইশন এই আদেশ দেন বলেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনায় খবর প্রকাশ করা হয়। এর আগে ২০১৯ সালে কায়রোর এক আদালত মোহাম্মদ বদিসহ এই ১০ নেতার বিরুদ্ধে ২০১১ সালে আরব বসন্তে বিপ্লবের সময় ফিলিস্তিনি হামাস ও লেবাননের হিজবুল্লাহর সহায়তা নিয়ে দেশটিতে জেল ভেঙ্গে বন্দীদের বের করে আনা ও পুলিশ সদস্যদের হত্যার পরিকল্পনার দায়ে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। মামলায় অভিযুক্ত মধ্যম সারির আট নেতাকর্মীকে অবশ্য দন্ড থেকে মুক্তির আদেশ দেয়া হয়। গত ১৪ জুন অপর এক মামলায় ব্রাদারহুডের ১২ নেতাকর্মীর মৃত্যুদন্ডের আদেশ বহাল রাখেন সর্বোচ্চ আপিল আদালত। ২০১৮ সালে মামলায় তাদের প্রথম মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্তদের মধ্যে ব্রাদারহুড সংশ্লিষ্ট আলেম আবদুর রহমান আল-বার, সাফওয়াত হেজাজি, মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির (এফজেপি) সেক্রেটারি মোহাম্মদ আল-বেলতাজি ও এফজেপি দলীয় সাবেক যুবমন্ত্রী ওসামা ইয়াসিন রয়েছেন। মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পরিপ্রেক্ষিতে তাকে পুনর্বহাল করার আন্দোলনের সংশ্লিষ্টতা থাকার অভিযোগে মামলায় তাদের মৃত্যুদন্ড দেয়া হয়। আশশারক আল-আওসাত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন