শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সুইডেনে বন্দুকধারীদের হামলায় আহত ৪

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সুইডেনের দক্ষিণাঞ্চলীয় নগরী মালমোর মধ্যাঞ্চলে গত রোববার রাতে বন্দুকধারীদের হামলায় ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। পুলিশ এ হামলাকে পূর্ব পরিকল্পিত বলে মনে করছে। বন্দুকধারীরা স্কুটারে করে এসে এ হামলা চালায় এবং পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় এই নগরীর ফোসিয়া এলাকায় এ বন্দুক হামলা চালানো হয়। ওই এলাকার পুলিশ একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করিয়েছে। পুলিশ এক বিবৃতিতে জানায়, এই হামলায় আহত অপর তিনজন নিজেরাই হাসপাতালে পৌঁছুতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা সিডসবেস্কান পত্রিকাকে বলেন, জরুরি সেবার গাড়িগুলো পৌঁছানোর আগেই আহতদের হাসপাতালে পাঠানো হয়। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন