ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশটিতে সেনা মোতায়েন প্রশ্নে ন্যাটো জোট এবং সউদি আরব আলোচনা করবে। ন্যাটো সূত্রের বরাত দিয়ে সউদি গণমাধ্যম গত সোমবার বলেছে, চলতি সপ্তাহে সউদি ডেপুটি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ বিন সালমান বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বৈঠকে যোগ দেবেন। সিরিয়ায় সউদি আরব যে স্থল সেনা মোতায়েন করার পরিকল্পনা করছে সে বিষয়ে ন্যাটোর বৈঠকে আলোচনা হবে। এছাড়া, গত ডিসেম্বর মাসে সউদি আরব ৩৪ জাতির সমন্বয়ে কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য যে সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সে বিষয়েও ন্যাটো বৈঠকে আলোচনা করা হবে। গত সপ্তাহে সউদি আরব ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র যদি সিরিয়ায় স্থল অভিযান শুরু করে তাহলে সউদি আরবও দেশটিতে স্থল সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে। এ ঘোষণাকে দ্রুতই যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে তবে সিরিয়া ও তার মিত্ররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, সেনা পাঠালে শুধু কফিন অপেক্ষা করবে; তা সে তুরস্ক হোক আর সউদি আরব হোক। রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিরিয়া সরকারের অনুমতি না নিয়ে সেনা পাঠানো হলে তাকে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেয়া হবে। ইরানও সউদি পরিকল্পনার তীব্র বিরোধিতা করে আসছে। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন