রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম আয়কর তথ্য প্রকাশ করছেন না

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম প্রার্থী যিনি আয়কর বিবরণী প্রকাশ করছেন না। ট্রাম্প দাবি করেছেন, কর পরিশোধ না করা তাকে স্মার্ট করেছে। গতকাল মঙ্গলবার সকালে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় এ দাবি করেন তিনি। খবরে বলা হয়, বিতর্কে ট্রাম্প নিজের আয়কর বিবরণী প্রকাশ না করার পক্ষে অবস্থান নিতে গিয়ে এসব কথা বলেন। হিলারি ক্লিনটন ট্রাম্পকে চ্যালেঞ্জ করে বিতর্কের সঞ্চালককে বলেন, আপনার জিজ্ঞেস করা উচিত, কেন তিনি আয়কর বিবরণী প্রকাশ করছেন না। আমি মনে করি, অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, হয়ত নিজেকে যত ধনী দাবি করেন তা নন। দ্বিতীয়ত, হয়তো তিনি নিজেকে যত দাতা মনে করেন তা নন। তৃতীয়ত, তিনি যত ব্যবসায় জড়িত তা আমরা জানি না। কিন্তু আমরা জেনেছি তিনি ওয়াল স্ট্রিট ও বিদেশি ব্যাংক তার কাছে ৬৫০ মিলিয়ন ডলার পাওনা আছে। অথবা তিনি চান না, যুক্তরাষ্ট্রের মানুষ জানুক যে, গত কয়েক বছর ধরে তিনি কোনো কর পরিশোধ করেননি। এটা তিনি কয়েক বছর ধরেই করে আসছেন। যখন তিনি ক্যাসিনোর একটি লাইসেন্স পাওয়ার চেষ্টা করেন তখন কর্তৃপক্ষ দেখতে পায় তিনি কোনো কর পরিশোধ করেননি...। এ সময় হিলারির বক্তব্যের মাঝেই ট্রাম্প বলেন, এটা (কর পরিশোধ না করা) আমাকে স্মার্ট করেছে। এরপর ট্রাম্প আয়কর বিবরণী প্রকাশ না করার পক্ষে তার অবস্থান পুনরায় তুলে ধরেন। তিনি জানান, বিষয়টি বর্তমানে নিরীক্ষাধীন আছে। অডিট শেষ হলেই তা প্রকাশ করা হবে। হিলারির মন্তব্য আয়কর বিবরণী প্রকাশ না করা সন্দেহজনক প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমার আইনজীবীদের মতের বিপক্ষে গিয়ে আমি আয়কর বিবরণী প্রকাশ করব তখনই যখন হিলারি তার ডিলেট করা ৩৩ হাজার ই-মেইল প্রকাশ করবেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন