বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তৃণমূল এমপিদের অভিনব প্রতিবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:১১ এএম

ভারতে পেট্রলের দাম বৃদ্ধিতে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের এমপিরা গাড়ির বদলে সাইকেল চালিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। সোমবার দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে তৃণমূলের অন্তত আট এমপি সাইকেল চালিয়ে দেশটির জাতীয় সংসদে গেলেন! পেট্রল, ডিজেলসহ পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা ব্যানার্জির দলের এমপিরা। মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান লেখা— সাদা জামা পরে, সাইকেলে সংসদে ঢোকার আগেই অবশ্য আটকে দেওয়া হয় তাদের। ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, নাদিমুল হক, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাসসহ জনা আষ্টেক সাংসদ সাইকেল চালিয়ে সংসদ ভবনে গেলেন। বয়স্ক সাংসদরা সংসদের সামনে থেকে সঙ্গ নেন। সূত্রের খবর, প্রথমে ভাবা হয়েছিল ঘোড়ার গাড়ি (এক্কা) করে সংসদে ঢোকার। তা ‘রাজকীয়’ হয়ে যেতে পারে আশঙ্কায় সাইকেলই বেছে নেওয়া হয়েছে। গাঁধিমূর্তির পাদদেশে সাংসদদের স্লোগান দেওয়ারও কথা। সোমবার থেকে শুরু সংসদের বর্ষাকালীন অধিবেশন। দুই কক্ষেই পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে নোটিশ দিতে পারে তৃণমূল। রাজ্যসভায় দলের সচেতক সুখেন্দুশেখর রায় ২৬৭ ধারায় সব কর্মসূচি বন্ধ রেখে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার নোটিশ দেবেন বলে জানা গেছে। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন