শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

২৩ জুলাই শুক্রবার থেকে ফের চালু হচ্ছে ওমরা হজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ৯:৫১ পিএম

সউদী আরবের হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী আবদুল ফাত্তাহ আল-মাশহাত বলেছেন, হজ শেষে ধাপে ধাপে ওমরা চালু করবে সউদী কর্তৃপক্ষ। আগামী ১৫ জিলহজ তথা ২৩ জুলাই থেকে ওমরা চালু হবে বলে জানান তিনি।

গত রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সউদী মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়ার সাথে সাক্ষাতকারে এই কথা জানান তিনি।
সাক্ষাতকারে তিনি বলেন, শুরুর দিকে প্রতিদিন ২০ হাজার লোককে ওমরার অনুমতি দেয়া হবে। পরে ধীরে ধীরে তা বাড়ানো হবে।

গত বছর মার্চে করোনাভাইরাস সংক্রমণের কারণে মক্কার মসজিদুল হারামে ওমরা পালন স্থগিত রাখা হয়। সাত মাস স্থগিত থাকার পর অক্টোবর থেকে আবার ওমরা চালু করা হয়। ওই সময় প্রতিদিন ছয় হাজার ব্যক্তিকে ওমরার অনুমতি দেয়া হয়। পরে তা ধীরে ধীরে বাড়ানো হয়েছে। বর্তমানে হজের কারণে ওমরা পালন স্থগিত রয়েছে। সূত্র : সিয়াসত ডেইলি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন