শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ইসলামাবাদে সার্ক সম্মেলনে যাচ্ছে না বাংলাদেশ

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক

আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে না বাংলাদেশ। এই সিদ্ধান্ত ইতোমধ্যে কাঠমা-ুতে সার্ক সচিবালয়ে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল মঙ্গলবার রাতে সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিয়ে ইসলামাবাদের প্রতিক্রিয়া এবং তা নিয়ে কূটনীতিক টানাপড়েনের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিল। কাশ্মির নিয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের চলমান উত্তেজনার মধ্যে ভারতও এবারের সার্ক সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। ইসলামাবাদের সম্মেলন বয়কটের কথা ভাবছে আফগানিস্তানও। সার্কভুক্ত অন্য দেশগুলো হচ্ছে- নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
দক্ষিণ এশিয়াকে এক সূত্রে গাঁথার লক্ষ্য নিয়ে ১৯৮৫ সালে গঠিত জোট সার্ক এখনও আশার সঞ্চার ঘটাতে পারেনি। কাক্সিক্ষত লক্ষ্য পূরণের পথে বারবারই দিশা হারিয়েছে এই জোট। Ñসূত্র: বিডিনিউজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন