বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তাপমাত্রা কমাতে দুবাইয়ে কৃত্রিম বৃষ্টিপাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২১, ৫:১৬ পিএম

সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্ণের তাপমাত্রা প্রায়ই ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গিয়ে পৌঁছে। মাত্রাতিরিক্ত এই তাপমাত্রা সহনীয় রাখতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে বৃষ্টিপাতের পরিমাণ। সম্প্রতি আমিরাতের আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে ভারী বর্ষণের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে আইল আইন শহরে ভারী বর্ষণ দেখানো হয়, যার ফলে সড়কে গাড়ি চলাচল পর্যন্ত বিপজ্জনক হয়ে পড়ে।

গড়ে মাত্র ৪ ইঞ্চি বৃষ্টিপাতের দেশটিতে ক্লাউড সিডিং অপারেশনের মাধ্যমে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ানোর ব্যবস্থা নেয়া হয়েছে। এই অতিরিক্ত বৃষ্টিপাত ঘটানো হয়েছে ড্রোন প্রযুক্তির মাধ্যমে। এটি আকাশে মেঘের মধ্যে বৈদ্যুতিক চার্জ ছড়িয়ে দেয়। এর ফলে তা বৃষ্টি হয়ে ঝরে পড়ে। ২০১৭ সালে বৃষ্টি নামানোর নয়টি প্রকল্পে ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করে আমিরাত। সূত্র: ইউনিল্যাড

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Harunur Rashid ২৩ জুলাই, ২০২১, ৫:৫১ এএম says : 0
They are playing with fire, result will be they will be burned.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন