শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পরলোকে ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট শিমন পেরেজ পরলোকগমন করেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। দুই সপ্তাহ আগে স্ট্রোকে আক্রান্ত হন তিনি। কিন্তু অবস্থার উন্নতি হচ্ছিল না। গত মঙ্গলবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং শেষপর্যন্ত সবাইকে ছেড়ে চলে গেলেন। ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। দেশটির প্রথম প্রজন্মের হাতে গোনা কয়েকজন মানুষ বেঁচে আছেন, তার মধ্যে পেরেজ ছিলেন একজন। তিনি দু’বার দেশের প্রধানমন্ত্রী ও একবার প্রেসিডেন্ট ছিলেন। ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান পেরেজ। তিনি বলেছিলেন, ফিলিস্তিনিরাই ইসরাইলের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং বন্ধু। ইসরাইলের সেই সময়ের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন, ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও পেরেজ যৌথভাবে এ নোবেল পুরস্কার পান। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন