বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ক্ষতিগ্রস্তদের জন্য আরও তহবিল বরাদ্দ যুক্তরাষ্ট্রের

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : সিরিয়ার যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বাড়তি আরো ৩৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার সহায়তা দেয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। কর্মকর্তাদের বরাতে বিবিসি বলছে, ওই অঞ্চলের যুদ্ধবিধ্বস্ত দেশগুলো এবং শরণার্থীদের খাদ্য, নিরাপদ পানি ও চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহে জাতিসংঘ এবং অন্যান্য দাতা সংস্থাগুলোকে সহায়তা করবে এই তহবিল। অন্যদিকে, বিভিন্ন প্রতিবেদনের সূত্রে জানা গেছে, আলোপ্পোর কেন্দ্রীয় অঞ্চলে সিরীয় বাহিনী আরো অগ্রসর হয়েছে। কয়েকদিনের ব্যাপক বিমান হামলার পরিপ্রেক্ষিতে সিরীয় বাহিনী এই অগ্রগতি অর্জন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) শহরটিতে থাকা আহত ও অসুস্থ ব্যক্তিদের নিরাপদে সরিয়ে আনার জন্য সহায়তার আহ্বান জানিয়েছে। হু’র একজন মুখপাত্র জানান, আটকাপড়া শত শত অসুস্থ মানুষকে সেবা দেওয়ার জন্য মাত্র ৩৫ জন চিকিৎসক রয়েছে। হতাহতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। তিনি আরো বলেন, চিকিৎসা সরঞ্জামাদির সরবরাহ বন্ধ হয়ে গেছে। রক্তের মজুদেও ঘাটতি দেখা দিয়েছে। চুক্তি ভেঙে যাওয়ার পর গেল বৃহস্পতিবার থেকে রাশিয়াসমর্থিত সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহী অধিকৃত এলাকায় ব্যাপক হামলা শুরু করেছে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন