শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তেলবাহী জাহাজে হামলায় ইরানকে দুষলো ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

আরব সাগরের ওমান উপকূলে ইসরাইলি একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনায় দুই নাবিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় ইরানকে দায়ী করেছে ইসলায়েল। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তেলবাহী ট্যাংকারে হামলার জন্য ইরান দায়ী। নিহত নাবিকদের মধ্যে একজন যুক্তরাজ্যের ও অপরজন রোমানিয়ার নাগরিক। ওমানের রাজধানী মাসকট থেকে ১৮৫ মাইল উত্তর-পূর্ব উপকূলের মাসিরাহ দ্বীপে লাইবেরিয়ার পতাকাবাহী মার্সার স্ট্রিট নামের তেলের ট্যাংকারে এ হামলা চালানো হয়। ব্রিটেনভিত্তিক জোদিয়াক কোম্পানি এই জাহাজটি পরিচালনা করছিল। ওই কোম্পানির মূল মালিক হচ্ছেন ইসরাইলের ধনকুবের আইয়াল অফের। রয়টার্স, ইরনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন