শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নাটকের ঐতিহ্য ধ্বসং করার অধিকার কারো নেই-সালাউদ্দিন লাভলু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

এখন অনেক মানহীন নাটক নির্মিত হচ্ছে। এসব নাটকে যারা অভিনয় করেন তাদের উচিৎ আগে নাটকের গল্পের মান বিচার করা। এ প্রবণতা এখন অনেকের মধ্যে নেই। নাটকের গল্প কেমন তা দেখেন না। এমনও ঘটনা ঘটছে, স্ক্রিপ্ট না দেখেই অনেকে অভিনয় করছেন। এতে নাটকটি ভাল হচ্ছে কিনা, দর্শক গ্রহণ করবে কিনা, তা ভেবে দেখেন না। কথাগুলো বলেন, নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। তিনি বলেন, স্ক্রিপ্ট ছাড়া অন দ্য স্পটে শুটিং করা হচ্ছে। অনেকে নিজেদের মতো করে সংলাপ দিচ্ছে। এ যদি হয় অবস্থা তাহলে ভাল নাটক হবে কিভাবে? আমাদের নাটকের ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য ধ্বংস করার অধিকার কারো নেই। এদিকে লাভলু নতুন দুটি ধারাবাহিক নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। এর একটি রচনা করেছেন বৃন্দাবন দাস। আরেকটি কাজী শহিদুল ইসলাম। লকডাউন শেষ হলে নাটক দুটির শুটিং শুরু করবেন বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন