ইনকিলাব ডেস্ক : আফ্রিকান দেশ সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় ২২ সোমালী সেনা নিহত হয়েছে। ভুল তথ্য নিয়ে হামলা করার কারণে এ ঘটনা ঘটেছে বলে সোমালিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন। দেশটির গালমুদুগ প্রদেশের নিরাপত্তা বিষয়কমন্ত্রী ওসমান ইসা জানিয়েছেন, তার প্রদেশে মার্কিন বিমান হামলায় এসব সেনা নিহত হন। প্রতিবেশী পুন্টল্যান্ড প্রদেশের অনুরোধে যুক্তরাষ্ট্র বাহিনী ওই হামলা চালিয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, পুন্টল্যান্ডের পক্ষ থেকে মার্কিন বাহিনীকে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের একদল জঙ্গির অবস্থান জানানো হয়। কিন্তু আসলে সেটি ছিল সোমালিয়ার একটি সেনা সমাবেশ। তবে ওই মন্ত্রীর এই দাবির ব্যাপারে ভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ও সোমালিয়ার পুন্টল্যান্ড। পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস দাবি করেছেন, জঙ্গিবিরোধী অভিযানের সময় সোমালী সেনারা আশ-শাবাবের পক্ষ থেকে হামলার শিকার হলে আত্মরক্ষামূলক বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। রয়টার্স, পার্স টুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন