শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শুধুমাত্র শুয়োরদের হোটেল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

১৩ তলার সুবিশাল অট্টালিকায় হগ হোটেল। তবে চাইলেই ঢুকে পড়া যাবে না। সিসিটিভি ক্যামেরায় মোড়া সেই বহুতলে জৈবিক সুরক্ষাও রয়েছে বিস্তর। ১০ হাজারেরও বেশি শুয়োর থাকে এই হোটেলে। শুয়োরদের এই ‘হোটেল’ রয়েছে চীনের দক্ষিণাংশে।
মুয়ুয়ান ফুডস এবং নিউ হগ গ্রুপ নামের দুই সংস্থা মিলে গড়ে তুলেছে এই হোটেল। এর ভিতর শুয়োরদের থাকা ও খাওয়ার পাশাপাশি রয়েছে পশুদের অত্যাধুনিক চিকিৎসার সমস্ত ব্যবস্থা।

করোনা অতিমারির আগে সোয়াইন ফ্লু থাবা বসিয়েছিল চীনে। সে যাত্রায় অসংখ্য প্রচুর শুয়োর মারা যায়। তারপর থেকেই খাদ্য সুরক্ষার দিকে বিশেষ নজর দিয়েছে চীন। শুয়োরের মাংস সে দেশে খুব জনপ্রিয়। শুয়োর থেকে কোনও রোগ যাতে মানুষের মধ্যে না ছড়ায় সে জন্যই শুয়োরদের আলাদা করে রাখার এই প্রয়াস নিয়েছে চীন।
এই হোটেল ছাড়াও নিউ হগ গ্রুপ তিনটি পাঁচতলা বাড়িও বানাচ্ছে শুয়োরদের জন্য। জৈব সুরক্ষায় সুরক্ষিত সেই তিনটি হোটেল যে এলাকা জুড়ে বানানো হয়েছে, তা প্রায় ২০টি ফুটবল মাঠের সমান। সূত্র : রয়টার্স, বøামবার্গ ডটকম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন