ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুদ্ধের হুংকার দিয়ে চললেও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিশ্চুপ আছেন বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারপারসন ইমরান খান। গত শুক্রবার ভারতীয় আগ্রাসন বিরোধী এক মিছিলেরও আয়োজন করেছে ইমরান খানের দল। কিভাবে মোদিকে জবাব দিতে হয় তা এই মিছিল থেকে নওয়াজকে শেখাবেন বলেও মন্তব্য করেছেন তিনি। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নেশনের খবর অনুযায়ী, পাকিস্তানের দুর্নীতির বিরুদ্ধে ‘রাইউইন্ড মার্চ’ নামের এই মিছিলটির আয়োজন করে পিটিআই। গত বুধবার রাতে ভারতের হামলার পর মিছিল থেকে দুর্নীতির পরিবর্তে সীমান্তে পাকিস্তানি সেনা হত্যার প্রতিবাদ জানানোর ঘোষণা দেন ইমরান। দ্যা নেশন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন