শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যে ৬ ভাষায় কথা বলেন বিশ্বের সবচেয়ে বেশি মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ৯:১৬ পিএম

বিশ্বের সকল দেশ ও অঞ্চলের মানুষ কথা বলেন তাদের মায়ের ভাষায়, ভিন্ন ভিন্ন ভাষায়। হাজার ভাষার মধ্যে সবচেয়ে বেশি মানুষ যে ৬ ভাষায় কথা বলেন, সেসব ভাষা নিয়ে ইনসাইডার মাঙ্কি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তার আলোকে আজ ইনকিলাব পাঠকদের জন্য এই প্রতিবেদনটি তৈরি করেছেন মোহাম্মদ আবদুল অদুদ।

১. ইংরেজি : এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ১৩৪৮ মিলিয়ন বা ১৩৪ কোটি ৮০ লক্ষ। আপনি যদি ইংরেজি জানেন, বিশ্বের সাথে যোগাযোগের জন্য আপনার যা প্রয়োজন তা পূরণ করা সম্ভব। প্রায় ১.৩ বিলিয়ন মানুষ তাদের দৈনন্দিন কথোপকথনে ইংরেজি ব্যবহার করে এবং বিশ্বের সবচেয়ে বেশি কথিত ভাষা হিসেবে ইংরেজি আন্তর্জাতিক ব্যবসায়িক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত ভাষা।

২. ম্যান্ডারিন (চাইনিজ) : এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ১১২০ মিলিয়ন বা ১১২ কোটি। ম্যান্ডারিন শেখার গুরুত্ব যথেষ্ট বলা যাবে না। চীনা ভাষা শেখা বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রাচীন সভ্যতার মধ্যে একটি অনন্য জানালা খুলে দেয় এবং আপনাকে বিশ্বজুড়ে ১.১২ বিলিয়ন মানুষের মধ্যে প্রবেশাধিকার দেয়। চীনের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। গত ৩৫ বছর ধরে চীন নিজেকে একটি উন্নয়নশীল দেশ থেকে বৃহত্তম বৈশ্বিক অর্থনীতিতে রূপান্তরিত করেছে, যা যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে।

৩. হিন্দি : এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি। সারা বিশ্বে অর্ধশতকোটিরও বেশি মানুষ হিন্দি ভাষায় কথা বলে। হিন্দি বিশ্বের অন্যতম বড় দেশ ভারতের সরকারী ভাষা। এটি সাংস্কৃতিক সমৃদ্ধির দেশ এবং খুব বিনোদনমূলক বলিউড ইন্ডাস্ট্রির দেশ। কীভাবে হিন্দি বলতে হয়, তা জানলে আপনি সারা বিশ্বে ৬০০ মিলিয়নেরও বেশি মানুষের সাথে কথা বলতে পারবেন।

৪. স্প্যানিশ : এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ৫৪৩ মিলিয়ন বা ৫৪ কোটি ৩০ লক্ষ। স্প্যানিশ ২০টি দেশে সরকারি ভাষা এবং বিশ্বব্যাপী ৫৪৩ মিলিয়নেরও বেশি মানুষ এই ভাষাভাষী। বিশ্বের সর্বাধিক কথিত ভাষার তালিকায় শীর্ষ ৫ এর মধ্যে তার অবস্থানকে এই ভাষাভাষীদের গর্বিত করে। জাতিসংঘের ছয়টি সরকারি ভাষার মধ্যে স্প্যানিশ একটি। স্প্যানিশ ভাষা জানা থাকলে আপনাকে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এবং পাবলো নেরুদার মাস্টারপিসগুলোকে তাদের আসল রূপে প্রশংসা করতে দেবে, অনুবাদগুলো বোঝার চেষ্টা করার চেয়ে অবশ্যই যা বেশি উপভোগ্য।

৫. স্ট্যান্ডার্ড আরবি : এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ২৭৪ মিলিয়ন বা ২৭ কোটি ৪০ লক্ষ। সউদী আরব, মিশর, ফিলিস্তিন, লেবানন, ইরাক, জর্ডান, লেবানন, কুয়েত, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, কাতার, বাহরাইন, ইয়েমেন, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ ২৫ টিরও বেশি দেশ আছে যারা আরবীকে একটি সরকারি বা আধা-সরকারি ভাষা হিসাবে মনে করে। আরবি শেখার সুবিধা অনেক রয়েছে। আরবী শিখে আপনি ফার্সি, তুর্কি, উর্দু এবং এমনকি হিব্রুর সাথে নিজেকে পরিচিত করতে পারেন। কারণ, এই ভাষাগুলো আরবির সাথে প্রচুর শব্দভাণ্ডার বিনিময় করেছে। আরবি অনুবাদকদের চাহিদাও রয়েছে বেশি। ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের মতে, আরবি দোভাষী এবং অনুবাদকদের কর্মসংস্থান ২০১৮ থেকে ২০২৮ এর মধ্যে ১৯ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

৬. বাংলা : এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ২৬৮ মিলিয়ন বা ২৬ কোটি ৮০ লক্ষ। বাংলা হলো একটি ইন্দো-আর্য ভাষা যা বিশ্বের সবচেয়ে বেশি কথিত শীর্ষ ১০ এর মধ্যে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। আর বাংলা এমন একটি ভাষা যে ভাষার জন্য ১৯৫২ সালে মানুষ জীবন দিয়েছে। ওই ঘটনার প্রেক্ষাপটে বিশ্বের প্রতিটি দেশ ২১ ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। বাংলা ভাষা নিয়ে এই ভাষাভাষীরা তাই খুবই গর্বিত। তবে অধিকসংখ্যক মানুষ কথা বললেও বাংলা জাতিসংঘের ৬ স্থায়ী দাপ্তরিক ভাষার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি এখনও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (19)
Raju Ahammad ১৩ আগস্ট, ২০২১, ৯:৪৬ পিএম says : 0
বাংলা ভাষি হিসেবে আমরা গর্বিত। তবে নবম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ে বাংলা ভাষায় কথা বলে বিশ্বের প্রায় ত্রিশ কোটি মানুষ বলে উল্লেখ। বাংলা ভাষার ব্যাপকতা ও প্রসার বাড়ানোর জন্য বাংলাদেশ,ভারতের পশ্চিম বঙ্গ,আসামের বরাক অঞ্চলের কাছাড়,করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা,ত্রিপুরা নিয়ে যৌথ কমিশন করা যেতে পারে।পাশাপাশি বাংলা ভাষার ব্যবহার যাতে সর্বত্র হয় সেটি কর্তৃপক্ষের নিশ্চিত করতে হবে।বাংলা ভাষার জয় হোক -এই প্রত্যাশা রাখি।
Total Reply(0)
Raju ১৩ আগস্ট, ২০২১, ৯:৫০ পিএম says : 0
বাংলা ভাষি হিসেবে আমরা গর্বিত। তবে নবম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ে বাংলা ভাষায় কথা বলে বিশ্বের প্রায় ত্রিশ কোটি মানুষ বলে উল্লেখ। বাংলা ভাষার ব্যাপকতা ও প্রসার বাড়ানোর জন্য বাংলাদেশ,ভারতের পশ্চিম বঙ্গ,আসামের বরাক অঞ্চলের কাছাড়,করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা,ত্রিপুরা নিয়ে যৌথ কমিশন করা যেতে পারে।পাশাপাশি বাংলা ভাষার ব্যবহার যাতে সর্বত্র হয় সেটি কর্তৃপক্ষের নিশ্চিত করতে হবে।বাংলা ভাষার জয় হোক -এই প্রত্যাশা রাখি।
Total Reply(0)
Md hafizulla ১৪ আগস্ট, ২০২১, ৮:৩৮ এএম says : 0
আমি গর্বিত আমার ভাষা বাংলা হতে
Total Reply(0)
Shaminur Rahaman ১৫ আগস্ট, ২০২১, ৭:৪৭ পিএম says : 0
ভুল খবর পরিবেশন বন্ধ করুন, এমনি বাজারী মিডিয়ার উপর আমাদের ভরসা উঠে যাচ্ছে, হিন্দি ভারতের সরকারি ভাষা লিখেছেন এই তথ্যর উপযুক্ত প্রমান দিতে পারবেন
Total Reply(0)
মোঃ বিল্লাল হোসেন মিয়াজী ১৬ আগস্ট, ২০২১, ২:২২ এএম says : 0
আমি বাংলাদেশী প্রথম আমার কাছে বড় পরিচয় পর আমার মায়ের ভাষা বাংলা এটা নিয়ে আমি গর্ব করি পৃথিবী সব ভাষাকে আমি ভালোবাসী
Total Reply(0)
Manish Paramanik ১৬ আগস্ট, ২০২১, ১২:৫০ পিএম says : 0
Rahaman miya apni mone hoy world famous bhasa bolen.o sab Janta ghamcha wala ghamcha beche Khan mone hoy
Total Reply(0)
Jony Parvez ১৬ আগস্ট, ২০২১, ৬:২০ পিএম says : 0
আমি গবিত আমি বাঙ্গালি
Total Reply(0)
Dr. Haraprasad Ray ১৬ আগস্ট, ২০২১, ৬:৫৪ পিএম says : 0
হিন্দী ভারতের অন্যতম সরকারী ভাষা। তথ্য ঠিক করার অনুরোধ করছি।
Total Reply(0)
উওম কুমার নাথ ১৬ আগস্ট, ২০২১, ১১:০৫ পিএম says : 0
,আমি গর্বিত আমি বাঙালি।
Total Reply(0)
অমিত দাস ১৬ আগস্ট, ২০২১, ১১:৫১ পিএম says : 2
খুবই লজ্জাবোধ করি যখন নিজেদের বাঙালি বলতে হয়। ....
Total Reply(0)
কালাম ফয়েজী ১৭ আগস্ট, ২০২১, ৮:০১ এএম says : 0
বাংলা ৬ষ্ঠস্থানে থাখায় আমরা গর্ব অনুভব করছি।
Total Reply(0)
আমরা ছোট থেকে জানি ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে।এখন ৪ কোটি কিভাবে হারিয়ে গেছে? বুঝিনা
Total Reply(0)
রামপ্রসাদ মুখার্জি ১৭ আগস্ট, ২০২১, ১১:৩৭ এএম says : 0
বাংলা আমার ভাষা আমি গর্বিত আমার বাংলার ভাষায়।
Total Reply(0)
আকবর মোল্লা ১৭ আগস্ট, ২০২১, ১:০৬ পিএম says : 0
"হিন্দি" ভারতবর্ষের সরকারি বা জাতীয় ভাষা নয়।কাজ চালানোর ভাষা।সেটা ইংরেজি বা অন্য কোনো আঞ্চলিক ভাষাও হতে পারে।ভারতবর্ষে বাংলাও কাজের ভাষার মধ্যে পড়ে।ভারতে কোনো জাতীয় ভাষা নেই।ভুল তথ্যে হিন্দিকে এভাবে এগিয়ে দিয়ে কেউ কেউ তাকে প্রমোট করতে চায়,এটা ঠিক নয়।
Total Reply(1)
Md.Shamsuzzaman ১৭ আগস্ট, ২০২১, ৪:৩২ পিএম says : 0
আলহামদুল্লিাহ ,বাংলা আমার ভাষা আমি গর্বিত আমার বাংলার ভাষায় ,বাংলা ৬ষ্ঠস্থানে থাকায় আমরা গর্ব অনুভব করছি।ইনশা আল্লাহ আমরা দ্রুততম সময়ে ১ম স্থানে চলে আসবো।
Galib pasa ১৮ আগস্ট, ২০২১, ৮:২১ এএম says : 0
বাংলাভাষা এগিয়ে যাবে অনেক দূর।
Total Reply(0)
muhinul islam ১৮ অক্টোবর, ২০২২, ৩:৪০ এএম says : 0
আলহামদুল্লিাহ ,বাংলা আমার ভাষা আমি গর্বিত আমার বাংলার ভাষায় ,বাংলা ৬ষ্ঠস্থানে থাকায় আমরা গর্ব অনুভব করছি।ইনশা আল্লাহ আমরা দ্রুততম সময়ে ১ম স্থানে চলে আসবো।
Total Reply(0)
Cm sahin ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৬ পিএম says : 0
পৃথিবীতে কোন দেশের সবচাইতে জনসংখ্যা বেশি বিদেশের নাম কি
Total Reply(0)
Sohan ২৬ ডিসেম্বর, ২০২২, ১:১৫ পিএম says : 0
ভাই চীনের কত মানুষ বাংলা কথা বলে?
Total Reply(0)
Sohan ২৬ ডিসেম্বর, ২০২২, ১:১৫ পিএম says : 0
ভাই চীনের কত মানুষ বাংলা কথা বলে?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন