ইনকিলাব ডেস্ক : কলম্বিয়ায় কমিউনিস্ট বিদ্রোহ শুরু হয়েছিল ৫০ বছরেরও বেশি সময় আগে, শীতল যুদ্ধের সময়। পাঁচ দশকের গৃহযুদ্ধে দু’লাখ ৬০ হাজার মানুষ মারা গেছে। যুদ্ধ বন্ধে গত চার বছর ধরে কলম্বিয়ার সরকার এবং কমিউনিস্ট গেরিলা গোষ্ঠী ফার্কের মধ্যে মীমাংসা আলোচনা চলেছে। গত সপ্তাহে বিশ্বের নানা দেশ থেকে অতিথিদের সামনে প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এবং বিদ্রোহী নেতা তিমোলিনো হিমনেজেস শান্তি চুক্তিতে সই করেন। তবে শর্ত ছিল এই চুক্তি গণভোটে পাস হতে হবে। বিভিন্ন জনমত জরিপে বলা হচ্ছিল ৭০ শতাংশেরও বেশি মানুষ শান্তিচুক্তি সমর্থন করছে। দেশের মূলধারার সব রাজনৈতিক দলই চুক্তির পক্ষে প্রচারণা চালিয়েছে। কিন্তু বিস্ময়করভাবে সিংহভাগ ভোটার শান্তিচুক্তির বিপক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে পড়েছে ৫০.২ শতাংশ ভোট, পক্ষে ৪৯.৮ শতাংশ। কেন এই প্রত্যাখ্যান? শান্তিচুক্তির বিপক্ষে যারা ভোট দিয়েছেন, তাদের কথা হলো এই চুক্তির ফলে এতদিনে ধরে হত্যাকা-ের দায় থেকে বিদ্রোহীরা পার পেয়ে যাচ্ছে। কিন্তু দু’পক্ষেরই যারা অপরাধে লিপ্ত ছিল বিশেষ আদালতে তাদের বিচারের কথা চুক্তিতে রয়েছে। তবে, যারা অপরাধ স্বীকার করবে তাদের শাস্তিÍ কমিয়ে দেয়ার কথা রয়েছে। এমনকি তাদের কারাভোগ না করার সুযোগও রাখা রয়েছে। সংবাদদাতারা বলছেন, এই শর্তই কলম্বিয়ার বহু মানুষ মেনে নিতে পারেনি। এছাড়া, ফার্ক গেরিলাদের মাসে মাসে ভাতা দেয়া, এমনকি ব্যবসা করতে চাইলে তাদের আর্থিক সহায়তা দেয়ার বিধানেও বহু মানুষ ক্ষিপ্ত হয়েছে। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন