ইনকিলাব ডেস্ক : ইংল্যান্ড রোম থেকে আলাদা হয়ে অ্যাঞ্জেলিকান চার্চের গোড়া পত্তনের পর এই প্রথম পোপ এবং চার্চ অব ইংল্যান্ডের প্রধান একসঙ্গে প্রার্থনা করবেন। ভ্যাটিকান থেকে সোমবার এ ঘোষণা দেয়া হয়। আজ (বুধবার) ইতালির রাজধানীতে ভেসপারস অথবা প্রাচীন সান প্রেগরিও আল সেলিওতে সন্ধ্যায় এ ঐতিহাসিক প্রার্থনা অনুষ্ঠিত হবে। ১৫৩৪ সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি রোমের সাথে যুদ্ধে জড়িয়ে যাবার পর এটাই প্রথম এ ধরনের প্রার্থনা। আর্চবিশপ জাস্টিন ওয়েলবি বৃহস্পতিবার সকালে পোপ ফ্রান্সিসের দেয়া এক বিশেষ সভায় উপস্থিত থাকবেন। রোমের অ্যাঞ্জেলিকান কেন্দ্র থেকে জানানো হয়, এ দুই ধর্মযাজক এর আগে চারবার মিলিত হয়েছেন। সর্বশেষ গত মাসে তারা একত্রিত হন ইতালির কেন্দ্রস্থল আসিসিতে সর্বধর্মীয় সম্মেলনে। দুই চার্চের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ১৯৬৬ সালে এই কেন্দ্র স্থাপিত হয় এবং এ সপ্তাহে উভয় ধারার যাজকরা ৫০তম সম্মেলনে মিলিত হবেন। পোপ ফ্রান্সিস ২০১৩ সালে মনোনীত হওয়ার পর ভিন্ন ধারার খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রয়াস নেন। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন