চিত্রনায়িকা আঁচল আঁখি শিঘ্রই বিয়ে করবেন। মিউজিক ভিডিওতে পারফরমেন্স করার সময় তার সাথে পরিচয় হয় সঙ্গীতশিল্পী সৈয়দ অমির সঙ্গে। কাজ করতে গিয়ে তাদের মধ্যে সম্পর্ক হয়। এ সম্পর্কের সূত্র ধরেই তারা বিয়ে করছেন বলে জানা যায়। যদিও আঁচল বলেছেন, বিয়ে গোপন করার বিষয় নয়। বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো। তিনি বলেন, গত বছর একটি মিউজিক্যাল ফিল্মে মডেল হওয়ার সময় অমির সঙ্গে আমার পরিচয়। এরপর থেকেই আমাদের ভালো সম্পর্ক। একটা সময় বিষয়টি দুই পরিবারকে জানাই। তারাও এতে সম্মতি দিয়েছে। সব ঠিক থাকলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর বিয়ে করার ইচ্ছে আছে। উল্লেখ্য, ২০১১ সালে শোবিজে ক্যারিয়ার শুরু করেন আঁচল আখি। প্রথম অভিনয় করেন ভুল নামে একটি সিনেমায়। এরপর জটিল প্রেম, বেইলী রোডসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। সর্বশেষ অভিনয় করেছেন ডিপজলের নতুন সিনেমা ঘর ভাঙা সংসার-এ। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
মন্তব্য করুন