রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লুইজিয়ানায় আইডার তান্ডব বিদ্যুৎহীন নিউ অরলিন্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে আছড়ে পড়া শক্তিশালী ঘূর্ণিঝড় আইডা যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বের রাজ্য লুইজিয়ানায় তান্ডব চালাচ্ছে। ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়া নিউ অরলিন্সে কেবল কয়েকটি জেনারেটরই চালু আছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। সতর্কতার অংশ হিসেবে ঝড়ের পথে থাকা এলাকাগুলোর বেশিরভাগ লোককে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। এরপরও যারা রয়ে গেছেন, তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চার দেয়ালের ভেতর নিরাপদ কোথাও আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে। বাটন রুজের অ্যাসেনসন পারিসে ঘরের ওপর গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। আইডা এবার নিউ অরলিন্সের বন্যা প্রতিরোধ সক্ষমতার পরীক্ষা নেবে; ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনায় এক হাজার ৮০০র বেশি মানুষের মৃত্যুর পর শহরটির বন্যা প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আইডা ‘প্রাণঘাতী’ হয়ে উঠতে পারে, এর কারণে ঊপকুলের বাইরেও ব্যাপক ক্ষয়ক্ষতির দেখা মিলতে পারে। ঝড়ের কারণে লুইজিয়ানার সাড়ে ৭ লাখের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে; এসব ঘরে বিদ্যুৎ ফেরাতে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে, বলেছেন বাইডেন। শনিবার মেক্সিকো উপসাগরের উষ্ণ জলের সংস্পর্শে এসে আইডা বিপুল শক্তি সঞ্চয় করে লুইজিয়ানার দিকে ধেয়ে যায়। নিউ অরলিন্সের দক্ষিণে রোববার এটি চার মাত্রার শক্তিশালী হারিকেন হয়ে আছড়ে পড়ে; পরে এটি খানিকটা দুর্বল হয়ে তিন মাত্রার হারিকেনে পরিণত হয়। “আসছে দিন ও সপ্তাহগুলো যে আমাদের রাজ্য এবং অনেক অনেক মানুষের খুবই কঠিন সময় যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন