শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হ্যাকিংয়ের শিকার ভারতীয় বিমান

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এবার হ্যাকিংয়ের শিকার হলো ভারতীয় বিমান। সীমান্ত ঘেঁষা অঞ্চলে ভারতীয় বিমানের ককপিটে দেশাত্মবোধক গান বাজিয়ে চালকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে পাক হ্যাকাররা। জম্মু এবং নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় বিমান ঘাঁটি থইসেতে বিমান চলাচল ব্যাহত করার জন্য এবার সঙ্গীতকে অস্ত্র হিসেবে প্রয়োগ করছে হ্যাকারবাহিনী। সূত্র জানায়, রানওয়েতে নামার সময় জম্মু এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করার সময় বিমানচালকদের বাধা দেয়া হচ্ছে। সিগন্যাল ফ্রিকোয়েন্সি হ্যাক করে ককপিটে এটিসি প্রচারিত বার্তা আটকে পাকিস্তানি দেশাত্মবোধক গানের ছররা বইয়ে দিচ্ছে পাক হ্যাকাররা। জম্মু কাশ্মীরগামী সমস্ত বিমান জম্মু বিমানবন্দরে নামলেও সেনাবাহিনীর সুবিধার্থে বিশেষ ব্যবস্থা অনুযায়ী থইসে এয়ারস্ট্রিপে বিমান পরিষেবা চালায় এয়ার ইন্ডিয়া। বিমানচালকের দাবি, বেশ কিছুদিন ধরে ফ্রিকোয়েন্সি হ্যাক করে ককপিটে ‘দিন দিল পাকিস্তান, জান জান পাকিস্তান-এর মতো পাক দেশাত্মবোধক গান শুনতে বাধ্য করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে বাধ্য হয়ে বিমান ঘুরিয়ে উধমপুরের নরদার্ন কন্ট্রোলে ফিরতে হচ্ছে। একজন বিমান চালকের কথায়, ১০,০০০ ফিট উচ্চতায় বিমানবাহিনী নিয়ন্ত্রিত এটিসি বিমানের সঙ্গে যোগাযোগ রাখে। উচ্চতা কমে এলে জম্মু টাওয়ারে সুইচ অফ করা হয়। টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন