শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আমাজন বনে ফের দাবানল, গতবারের চেয়েও ভয়াবহভাবে পুড়ছে পৃথিবীর ফুসফুস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:১৯ পিএম

পৃথিবীর ‘ফুসফুস’ খ্যাত আমাজন বনে ফের ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো আগুনের ঘটনা ঘটল আমাজনে। কেটে ফেলা গাছের গুঁড়িগুলো পুড়ে কয়লা হয়ে দাঁড়িয়ে আছে শুকনো কাঠির মতো। আমাজনের এমন ভয়াবহ অবস্থা গেল এক দশকেও দেখেনি কেউ। এতে উদ্বিগ্ন পরিবেশবাদীরা। গত কয়েক বছরে দক্ষিণ আমাজনে বন উজাড়ের হার বেড়ে গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্স এর তথ্যমতে, গত বুধবার এবং বৃহস্পতিবার ল্যাবরিয়া শহরের সীমান্তবর্তী এলাকা ছাড়াও আশপাশের ন্যাশনাল পার্কেও গাছ কেটে পুড়িয়ে ফেলা হচ্ছে। ফলে গত বছরের তুলনায় এ বছর সৃষ্ট দাবানলের পরিমাণও বেশি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এছাড়া, একরের পর একর বনাঞ্চল উজাড় করে প্রকৃতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ায় চরম সমালোচনার মুখে পড়ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তিনি ক্ষমতায় থাকাকালীন তৃতীয়বারের মতো রেকর্ডসংখ্যক একর বনাঞ্চল ধ্বংস হলো।
এদিকে আমাজন এলাকায় সৃষ্ট দাবানলের কারণ হিসেবে সেনাবাহিনীর ক্যাম্প স্থানান্তর, কৃষি সম্প্রসারণ আর একের পর এক উন্নয়ন কার্যক্রমকেই দায়ী করছেন পরিবেশবিদরা। আশঙ্কা করা হচ্ছে, অচিরেই মারাত্মক হুমকির মুখে পড়বে প্রাণের অস্তিত্ব।
দাবানলের কারণে লাখ লাখ প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে সবাইকে পরিবেশ বিপর্যয়ের মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি বিশেষজ্ঞদের।
গত বছর এই রকম সময়ে দাউদাউ করে জ্বলছিল ব্রাজিলের আমাজন রেনফরেস্ট। টানা কয়েক মাস ধরে অসংখ্য দাবানলে জ্বলছিল গোটা অরণ্য। গাছপালা, বন সম্পদ তো বটেই, লাখে লাখে প্রাণী ঝলসে মারা গেছিল। পৃথিবীর ফুসফুস বলে পরিচিত আমাজনের বিস্তীর্ণ অংশ ঝলসে গেছিল। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সত্য কথা ৪ সেপ্টেম্বর, ২০২১, ৮:২৭ পিএম says : 0
আরো করতে থাকো পাপ। আরো করতে থাকো পরিবেশ দূষণ। কোন কিছুতেই এসব থেকে কেউ রেহাই পাবে না। দুনিয়া কিয়ামতের দ্বারপ্রান্তে। প্রকৃতি জানান দিচ্ছে কিছুটা। সময় থাকতে আল্লাহর পথে তওবা করে ফিরে আসা উচিত। এ ছাড়া কানো নিস্তার পাওয়ার উপায় নেই।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন