শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তরুণীর পেট থেকে বের হলো ২ কেজি চুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

তীব্র পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক তরুণী। পরীক্ষা নিরীক্ষার পর ওই তরুণীর পেটে অজ্ঞাত বস্তুর উপস্থিতি দেখতে পান চিকিৎসকরা। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে অপসারণ করা হয় প্রায় ২ কেজির মতো দলা পাকানো চুল। ভারতের লক্ষনৌয়ের বলরামপুর হাসপাতালের চিকিৎসকরা ওই অস্ত্রোপচার করেন বলে শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। চিকিৎসকরা জানান, ১৭ বছর বয়সী ওই তরুণী বিরল মানসিক রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্তদের মধ্যে নিজের মাথার চুল ছিঁড়ে খাওয়ার প্রবণতা থাকে। চিকিৎসকরা চুল খাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে ওই তরুণীকে প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে নানাভাবে চিকিৎসকরা তাকে আশ্বস্ত করার পর ওই তরুণী জানান, পাঁচ বছর ধরে এই কাজ করছেন তিনি। ট্রাইকোবেজোয়ার নামে বিরল এই রোগে আক্রান্তরা যেসব চুল খেয়ে ফেলেন তা হজম না হওয়ায় তাদের পেটেই জমা হতে থাকে। এক সময় তীব্র পেট ব্যথা শুরু হয়। ওই তরুণীকে কমপক্ষে ১৫ দিন হাসপাতালে থাকতে হবে। চিকিৎসকরা তার মানসিক এই সমস্যার জন্য কাউন্সেলিং করবেন বলে জানিয়েছেন। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন