ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় আলেপ্পোর কাছে জাতিসংঘের ত্রাণবহরে বিমান থেকেই হামলা চালানো হয়েছিল। ভূ-উপগ্রহের মাধ্যমে পাওয়া ছবির বিশ্লেষণ থেকেই এ প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ। ত্রাণবহরে ওই হামলা যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। গতমাসে পরিচালিত ওই হামলার ঘটনাকে রাশিয়া সুপরিকল্পিত চাতুরী বলে উড়িয়ে দিয়েছিল। ১৯ সেপ্টেম্বর সিরিয়ার সংঘাতময় আলেপ্পো নগরীর সন্নিকটে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘের ত্রাণ বহরে ভয়াবহ বিমান হামলায় ১৮ জন নিহত হয়। হামলার সময় উরুম আল-কুবরায় অবস্থিত সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের একটি গুদামে লরি থেকে ত্রাণ নামানোর কাজ চলছিল। হামলায় বহরে থাকা ৩১টি লরির মধ্যে ১৮ টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। জাতিসংঘ অপারেশনাল স্যাটেলাইট এপ্লিকেশন প্রোগ্রাম (ইউএনএসএটি) এর গবেষণা উপদেষ্টা লারস ব্রমলি এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা হামলার ছবি পেয়েছি। এটি বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছি যে ত্রাণবহরে বিমান থেকেই হামলা হয়েছে। রয়টার্স, বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন