শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানে পশ্চিমা পোশাকের বাজার গ্রাহকশূন্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৪ এএম

তালেবান ক্ষমতায় আসার পরে ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে আফগানিস্তানের আর্থসামাজিক প্রেক্ষাপট। প্রায় ২০ বছর পরে তালেবান সরকার গঠন করার পর দেশটির ঐতিহ্যবাহী পোশাক বিক্রেতাদের ব্যবসা বেড়েছে কয়েক গুণ। আর পশ্চিমা ধাঁচের পোশাকের দোকান গ্রাহকশূন্য।
ঐতিহ্যবাহী পোশাক বিক্রেতা আবদুল হামিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এখন আমাদের ব্যবসার ধরন বদলে যাচ্ছে। লোকজন এখন আর জিনস এবং টি-শার্ট কিনতে যাচ্ছে না, তারা ঐতিহ্যবাহী পোশাক এবং কটি কিনছে। মানুষের হাতে পর্যাপ্ত অর্থ না থাকলেও আগের তুলনায় বেশি ক্রেতা আসছে দোকানে।’
অন্যদিকে, জিনস, স্যুট এবং নজরকাড়া পশ্চিমা পোশাক বিক্রেতারা বলছেন, তাঁদের ব্যবসা খুবই মন্দা যাচ্ছে। সৈয়দ নোমান সাদাত নামের এক ব্যবসায়ী বলেন, তাঁর দোকানটি নারীদের চকচকে পোশাকের জন্য সুপরিচিত, কিন্তু বর্তমানে কেউ দোকানে ঢোকার সাহস দেখাচ্ছে না।
নোমান সাদাত আরও বলেন, ‘এখন পর্যন্ত তালেবান ইসলামিক আমিরাতে এই ধরনের ব্যবসা করার অনুমতি দিয়েছে। পরিস্থিতি ভালো হলে আমরা ব্যবসা চালিয়ে যেতে পারব। আর না হলে ব্যবসা বন্ধ করে নিজেদের পেট চালাতে অন্য কোনো কাজ করতে হবে।’
বিবিসির কাছে শহরের এক পশ্চিমা পোশাক দোকানি স্বীকার করেন, নতুন সরকার ক্ষমতায় আসার পরই তাদের বিক্রি অনেক কমে গেছে। তবে তালেবানরা তাদের বিক্রিতে এখনও কোন বাধা দেয়নি। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Atiar Rahman ১১ সেপ্টেম্বর, ২০২১, ২:০১ পিএম says : 0
পশ্চিমার পোশাক পশ্চিমাতেই থাকা উচিত।
Total Reply(0)
Mohammad Farid Ahmed ১১ সেপ্টেম্বর, ২০২১, ২:০১ পিএম says : 0
আলহামদুলিল্লাহ
Total Reply(0)
Khairul Khobir ১১ সেপ্টেম্বর, ২০২১, ২:০১ পিএম says : 0
Good
Total Reply(0)
হাসান সোহাগ ১১ সেপ্টেম্বর, ২০২১, ২:০২ পিএম says : 0
ফলে ইসলামী পোশাকের চাহিদা বেড়েছে, তাই বাংলাদেশের উচিত এই সুযোগটাকে কাজে লাগানো।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন