ইনকিলাব ডেস্ক : অবশেষে পাকিস্তান পার্লামেন্টে পাস হলো কথিত অনার কিলিং তথা পরিবারের সম্মান রক্ষার নামে হত্যা এবং ধর্ষণবিরোধী বিল। এতে হত্যাকারীর যাবজ্জীবন সাজার বিধান রাখা হয়েছে। হত্যার শিকার হওয়া ব্যক্তির পরিবার ক্ষমা করে দিলেও হত্যাকারী ওই সাজা থেকে মুক্তি পাবে না। গত বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে সর্বসম্মতিক্রমে বিলগুলো পাস হয়। আর এর মধ্য দিয়ে বিলগুলো আইনে পরিণত হতে আর কোন বাধা থাকলো না। প্রসঙ্গত পরিবারের সম্মান রক্ষার নামে ভাইয়ের হাতে দেশটির এক ফেসবুক তারকা খুন হওয়ার তিন মাস পর পাকিস্তানে এমন আইন পাস হলো। উল্লেখ্য, পাকিস্তানে কথিত অনার কিলিং বা সম্মানহানির ঘটনায় হত্যাকা- প্রায়ই ঘটছে। প্রতিবছর দেশটিতে শত শত নারী তথাকথিত অনার কিলিংয়ের শিকার হন। গত জুনের শুরুর দিকে লাহোরে জিনাত বিবি নামের ১৬ বছর বয়সী এক তরুণী প্রেম করে বিয়ে করায় তাকে
হত্যা করে তার মা। ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন