প্রতিবেশী দুই দেশ ইরাক ও ইরানের মধ্যে চলাচলের জন্য দেশ দু’টির নাগরিকদের ভিসা নেবার প্রয়োজন হবে না। ভ্রমণের জন্য ভিসার প্রথা বাতিলে সম্মত হয়েছে তেহরান ও বাগদাদ। দেশ দুটি একে অপরের উপর অগাধ বিশ্বাস ও সীমাহীন ভরসা রাখতে পারায় এমন সিদ্ধান্ত বলে জানায় তারা। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদেমী তেহরানে সফররত অবস্থায় এমন ঘোষণা দেয় ইরান। সেখানে তিনি ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সাথে বিভিন্ন বিষয়ে বিস্তর আলোচনা করেন বলে জানা যায়। রোববার রাতে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য প্রদান করা হয়। ইরাকের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে রইসি বলেন, দুই দেশের নাগরিকদের মধ্যে ভিসা ছাড়া চলাফেরা করার সুযোগ ইরাকের প্রধানমন্ত্রীর জন্য উপহারস্বরুপ। তিনি বলেন, এ সুবিধা অনির্দিষ্ট কালের জন্য চালু থাকবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি বলেন, তেহরান ও বাগদাদের সু-সম্পর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী ভূমিকা রাখবে। ইরাক তেহরানকে অপরিসীম ভালোবাসার বন্ধনে বেঁধেছে বলে জানান ইরাকের প্রধানমন্ত্রী কাদেমী। আনাদোলু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন