শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয় দেশে আত্মঘাতী হামলার শঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশে আত্মঘাতী হামলার সতর্কতা জারি করেছে জাপান। এজন্য ওই ছয় দেশে অবস্থান করা জাপানিদের জনসমাগম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে টোকিও। স্থানীয় সময় সোমবার জাপানের নাগরিকদের উদ্দেশে এক বিবৃতি দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমারে অবস্থান করা জাপানি নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। এছাড়াও এ ছয়টি দেশের ধর্মীয় স্থাপনাসহ যে কোনো জনসমাগম এড়িয়ে চলার আহবান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দেশগুলোতে আত্মঘাতী হামলা হতে পারে বলে, এমন তথ্য রয়েছে জাপান সরকারের কাছে। তবে এ ধরনের হামলার আশঙ্কার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে থাইল্যান্ড, ফিলিপিন্স ও মালয়েশিয়া। এদিকে জাপান এবং ভিয়েতনাম আন্তঃসহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি প্রতিরক্ষা বিনিময় চুক্তি সই করায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। এ বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, বেইজিং ভিয়েতনামকে ৩০ লাখ ডোজ কোভিড টিকা উপহার দেওয়ার পরিকল্পনা করছে। দক্ষিণ চীন সাগর নিয়ে ভিয়েতনামের একপাক্ষিক যে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এনএইচকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন