শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
ব্রিটেনকে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর জন্য ব্যাপকভাবে সমালোচিত এবং নিন্দিত সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি রাজনীতিতে ফিরে আসতে পারেন। ‘ইস্কোইয়ার’ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ ইঙ্গিত দেন।
টনি ব্লেয়ার জানান, ব্রিটেন যেভাবে ‘এক দলীয় রাষ্ট্রে’ পরিণত হচ্ছে তাতে তিনি উদ্বিগ্ন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ব্রিটিশ রাজনীতিতে মধ্যপন্থীরা যেরকম বিপদের মধ্যে আছে, তাতে তিনি নতুন করে তার ভবিষ্যত এবং এক্ষেত্রে তিনি কী ভূমিকা পালন করতে পারেন তা নিয়ে ভাবছেন।
টনি ব্লেয়ার ২০০৭ সালে ব্রিটিশ রাজনীতি থেকে অবসরে যান। জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি যে পথে যাচ্ছে, টনি ব্লেয়ার তার কড়া সমালোচক। টনি ব্লেয়ারের নেতৃত্বে ব্রিটেনের লেবার পার্টি পর পর তিনটি নির্বাচনে জয়ী হয়।
কিন্তু ২০০৩ সালে ব্রিটেনকে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে নেওয়ার পর টনি ব্লেয়ার তীব্র সমালোচনার মুখে পড়েন। লেবার পার্টির অনেক সমর্থক এবং ব্রিটেনের অনেক মানুষ ব্লেয়ারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন। ইরাক যুদ্ধের ব্যাপারে ব্রিটেনে এ বছর যে সরকারি তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে টনি ব্লেয়ারের সমালোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে টনি ব্লেয়ার দীর্ঘদিন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করেছেন। তবে এর পাশাপাশি তিনি নানারকম ব্যবসা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাজে যুক্ত থেকে বিপুল অর্থ উপার্জন করেন। সূত্র: বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন