তুরস্কের শীর্ষ ১০ রফতানিকারক প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিই গাড়ি শিল্পপ্রতিষ্ঠান। সম্প্রতি টার্কিশ এক্সপোর্টার্স অ্যাসেম্বলির (টিআইএম) এক প্রতিবেদনে জানা গেছে, ২০২০ সালে তুরস্কের সর্বোচ্চ রপ্তানিকারক কোম্পানি ছিল ফোর্ড। তারপরই রয়েছে টয়োটা ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং টার্কি ও ওইয়াক রেনোঁ। শীর্ষ ১০ রপ্তানিকারকের তালিকায় রয়েছে ভেস্তেল ও আর্চলিকের মতো প্রধান অ্যাপ্লায়েন্স তৈরিকারক কোম্পানি। খবর আনাদোলু। টিআইএমের প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালে তুরস্কের সর্বোচ্চ রফতানিকারক কোম্পানি ছিল ফোর্ড। তার পরই রয়েছে টয়োটা ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং টার্কি ও ওইয়াক রেনোঁ। শীর্ষ ১০ রফতানিকারকের তালিকায় রয়েছে ভেস্তেল ও আর্চলিকের মতো প্রধান অ্যাপ্লায়েন্স তৈরিকারক কোম্পানি। করোনার প্রকোপের মধ্যে গত বছর তুরস্কের মোট রফতানি হয়েছে ১৭ হাজার কোটি ডলার। টিআইএমের প্রেসিডেন্ট ইসমাইল গুলে জানান, ২০১৯ সালে রেকর্ড ১৮ হাজার কোটি ডলারের পণ্য রফতানি করেছে তুরস্ক। চলতি বছরে ২১ হাজার কোটি ডলার রফতানির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে দেশটি। ২০২৬ সাল নাগাদ তাদের রফতানি ৩০ হাজার কোটি ডলার ছাড়াবে বলে আশাবাদ গুলের। কোভিড-১৯ মহামারীতে তুরস্কের পরিষেবা খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় টিআইএম। ২০২১ সালের প্রথম সাত মাসে এ খাত বেশ শক্তিশালীভাবেই ঘুরে দাঁড়িয়েছে। পরিষেবা খাতের রফতানি আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ বেড়ে ২ হাজার ৪৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে। পরিষেবা খাতের রফতানি ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। আনাদোলু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন