শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বের উচিত ন্যায়বিচার, গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষে থাকা : শি

সংঘাত ও বর্জনের বদলে স্বার্থ একীভ‚ত করার আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কোনও দেশের মধ্যে বিরোধ হলে তা আলোচনা ও সহযোগিতার মধ্য দিয়ে নিরসনের প্রয়োজন। এছাড়া তিনি বিশ্ব নেতাদের ‘সংঘাত ও বর্জন’ এড়ানোর আহŸান জানান। ৭৬তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভিডিও লিংকের মাধ্যমে রাখা বক্তব্যে শি জিনপিং বলেন, বিশ্বের উচিত শান্তি, উন্নয়ন, সমতা, ন্যায়বিচার, গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষে থাকা। তিনি বলেন, এগুলোই মানবতার সাধারণ মূল্যবোধ। ছোট ছোট চক্র গড়ার চর্চা প্রত্যাখ্যানের আহŸান জানান তিনি। চীনা প্রেসিডেন্ট বলেন, ‘দেশগুলোর মধ্যে ভিন্নতা ও সমস্যা, এড়ানো কঠিন হলে তা সমতা এবং পারস্পারিক সম্মানের ভিত্তিতে আলোচনা এবং সহযোগিতার মধ্য দিয়ে নিরসনের প্রয়োজন। এক দেশের সফলতার অর্থ অন্য দেশের ব্যর্থতা নয়। আর সব দেশের উন্নয়ন ও প্রগতির জন্য বিশ্ব যথেষ্ট বড়।’ জিনপিংয়ের বক্তব্যের কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চীনের সঙ্গে ‘নতুন স্বায়ু যুদ্ধ’ শুরুর কোনও ইচ্ছা তার নেই। বাণিজ্য, প্রযুক্তি, দক্ষিণ চীন সমুদ্র এবং মানবাধিকারের মতো বেশ কিছু ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মতবিরোধ চলছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, সংঘাত ও বর্জনের বদলে আমাদের আলোচনা এবং অংশগ্রহণ অনুসন্ধানের প্রয়োজন। আমাদের নতুন ধরনের এক আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করা দরকার, যার ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায়বিচার, এবং সকলের জন্য লাভজনক সহযোগিতা। এছাড়া আমাদের স্বার্থ একীভ‚ত করে স¤প্রসারণের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। সিনহুয়া।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন