মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আমেরিকায় প্রথম ছড়ায় করোনা : চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৩ এএম

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা সংক্রমণের কথা জানা যায়। গোটা পৃথিবী, বিশেষ করে আমেরিকা আঙুল তুলেছিল চীনের দিকে। চীন দাবি করে, তাদের দেশে প্রথম সংক্রমণ ধরা পড়েছে, কিন্তু তারা ভাইরাসের উৎস নয়। এ বার চীন দাবি করল, তাদেরও আগে করোনাভাইরাস ছড়িয়েছিল আমেরিকায়। ভাইরাসের উৎস নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে চীনা বিজ্ঞানীরা। ‘মডেল হাইব্রিড ড্রিভেন মেথড’ নামে একটি পদ্ধতিতে তারা তথ্য তুলে ধরেছে। বিজ্ঞানীদের দাবি, এ পদ্ধতিতে অঙ্ক কষে দেখা গেছে, ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা সংক্রমণ ঘটতে শুরু করেছিল চীনে (মাঝে দাবি উঠছিল ২-৩ মাস আগেই শুরু হয়েছিল সংক্রমণ)। কিন্তু আমেরিকায় ভাইরাসটি ছড়িয়েছিল ওই বছরের সেপ্টেম্বর মাসে। অর্থাৎ চীনের আগেই আমেরিকায় সংক্রমণ ঘটেছিল।

সমস্ত তথ্য দিয়ে একাধিক সম্ভাবনা ব্যাখ্যা করেছেন চীনের বিজ্ঞানীরা। তাতে বলা হয়েছে: ‘‘৫০ শতাংশ সম্ভাবনা ঝেজিয়াংয়ে প্রথম কোভিড সংক্রমণ ঘটেছিল ২০১৯ সালের ২৩ ডিসেম্বর’। চীনা বিজ্ঞানীরা বলছেন, ‘প্রথম সংক্রমণ’ কিন্তু ঘটেছিল ২০১৯ সালের অগস্ট থেকে অক্টোবরের মধ্যে আমেরিকায়। আরও একটি সম্ভাবনার কথা জানিয়েছেন তারা— ‘‘সবচেয়ে আগে ধরলে, ২০১৯ সালের ২৬ এপ্রিল রোড আইল্যান্ডে প্রথম সংক্রমণ ঘটে থাকতে পারে।

চীনা রিপোর্টে বলা হয়েছে, মেরিল্যান্ডে আমেরিকান সেনা ছাউনি ফোর্ট ডেট্রিকে প্রথম সংক্রমণ ঘটেছিল বহু আগেই। বলা হয়েছে, আমেরিকায় প্রথম দিকে সংক্রমণ ধরা কম পড়েছে, কারণ সে ভাবে পরীক্ষা হয়নি। গবেষণামূলক রিপোর্টের শেষে স্পষ্ট ভাবে সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে— ‘চীনের উহানের বহু আগেই আমেরিকায় ছড়িয়েছিল সার্স-কোভ-২’। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মিনহাজ ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৪:০৭ এএম says : 0
এই কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করুন
Total Reply(0)
এস এ তুহিন ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৪:০৭ এএম says : 0
আসুন আমরা সবাই মিলে করোনা মোকাবেলায় চেষ্টা করি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন