বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুর্কমেনিস্তানে কোনো করোনা রোগী নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

করোনা মহামারির দুই বছর হতে চলল, গোটাবিশ্ব যখন করোনায় জড়সড় তখন তুর্কমেনিস্তানে কোনো করোনা রোগী নেই বলে দাবি করছে দেশটি। যদিও অধিকারকর্মীরা বলছেন, এটি মিথ্যা। সিএনএনের প্রতিবেদনে জানা গেছে এ তথ্য। ২০০৬ সাল থেকে ক্ষমতায় থাকা দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখমাদভ দেশে করোনা আক্রান্তের রিপোর্ট ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন এবং মঙ্গলবার জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি বলেন, মহামারি নিয়ে রাজনীতিকরণ করা উচিত নয়। মধ্য এশিয়ার দেশটি দাবি করছে, সেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো সংক্রমণ হয়নি। একসময় সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকা দেশটিতে এখন জনসংখ্যা ৬০ লাখের কাছাকাছি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের অন্তত পাঁচটি দেশ যেখানে করোনার সংক্রমণের তথ্য পাওয়া যায়নি, তুর্কমেনিস্তান তাদের একটি। এর মধ্যে তিনটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিচ্ছিন্ন দ্বীপ এবং চতুর্থটি উত্তর কোরিয়া। কিন্তু স্বাধীন সংগঠনগুলোসহ অধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীরা দাবি করছেন, তুর্কমেনিস্তানে করোনার তৃতীয় ঢেউ আঘাত হেনেছিল এবং বেশ কিছু মানুষ হাসপাতালে ভর্তি হয় এবং মারাও যান। সিএনএন, তার্কমেন নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন