রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

শিশুদের ইন্টারনেট আসক্তি নিয়ন্ত্রণে আইন হচ্ছে চীনে

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইন্টারনেটের প্রতি শিশুদের আসক্তি নিয়ন্ত্রণে মধ্যরাতের পর অনলাইনে গেমস খেলা নিষিদ্ধ করতে নতুন এক আইন প্রণয়নের পরিকল্পনা করছে চীন সরকার। এনডিটিভির খবরে বলা হয়, গত সপ্তাহে চীনের সাইবারস্পেস অ্যামিনিস্ট্রেশন নতুন এই পরিকল্পনা উপস্থাপণ করে। সাইবারস্পেস কর্তৃপক্ষ বিদ্যালয়গুলোকে ইন্টারনেট আসক্ত শিশুদের পুনর্বাসনে কাজ করছে এমন প্রতিষ্ঠানকে সাহায্যের এবং ওই সব প্রতিষ্ঠানে (বুট ক্যাম্প) চিকিৎসা পদ্ধতি সম্পর্কে শিশুদের সচেতন করার আহ্বান জানিয়েছেন। সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন-র প্রস্তাব সম্পর্কে হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, যদি আইনটি কার্যকর করা সম্ভব হয় তবে মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত শিশুদের অনলাইনে গেমস খেলার আটকাতে ওয়েব গেম ডেভেলপাররা বাধ্য হবে। সেই সঙ্গে ১৮ বছরের কম বয়সী সবাইকে অনলাইনে গেমস খেলার জন্য পরিচয় পত্রসহ নিবন্ধন করতে হবে এবং সেই তথ্য গেম অপারেটরদের সার্ভারে জমা থাকবে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন