বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইথিওপিয়ায় ছয় মাসের জরুরি অবস্থা জারি

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইথিওপিয়ায় ছয় মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করছেন দেশটির প্রধানমন্ত্রী। গত ২ অক্টোবর ইথিওপিয়াতে এক উৎসবে সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে ও অন্দোলনকারীরা ছোটাছুটি করতে গিয়ে পদদলিত হয়ে কমপক্ষে ৫২ জন প্রাণ হারায়। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার দেশের উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে, তবে তাদের ভাগ্য উন্নয়নে হচ্ছে না। মূলত একটি উন্নয়ন প্রকল্পের জন্য সরকারের জমি অধিগ্রহণ কেন্দ্র করেই আন্দোলনের সূত্রপাত। দেশটির প্রধানমন্ত্রী হ্যাইলেম্যারিয়াম দেসালেন বলেন, বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিত ভাবেই বিক্ষোভ শুরু করে, ফলে প্রাণ হারাতে হয় অনেক সাধারণ মানুষকেও। তবে প্রথানমন্ত্রীর এমন দাবির নিন্দা জানিয়েছেন দেশটির বিরোধী দল ওরোসো ফেডারেলিস্ট কংগ্রেসের নেতা মালাচু জুমেচু। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রধানমন্ত্রী বিক্ষোভকারিদের অপশক্তি উল্লেখ করে সাধারণ মানুষের মৃত্যুর জন্য দায়ী সবাইকে আইনের আওতায় আনা হবে একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চান বলে জানান। তবে বিরোধী দলের নেতা দাবি করে বলেন, বিক্ষোভে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। সেখান থেকেই ছন্নছাড়া হয়ে গেলে পদতলে পিষ্ট হয়ে মারা যায় অনেক মানুষ। সবাই শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করছিলেন বলে তিনি জানান। প্রধানমন্ত্রী অবশ্য পুলিশের গুলি করার বিষযটি অস্বীকার করেছেন।
উল্লেখ্য, ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে ৪০ কিলোমিটার দূরে বিশোতু নামে ধর্মীয় উৎসবে মিলিত হয়েছিলেন হাজারো জনতা। সেখানে সরকার বিরোধী আন্দোলন দানা বেধে উঠলে পুলিশ গুলি ছোড়ে। এ ঘটনার পর পরই উৎসবস্থলে বিশৃংখলা সৃষ্টি হয়। এএফপি ও বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন