শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মহামারির মধ্যেই পর্দা উঠেছে দুবাই এক্সপোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

মহামারীর কারণে পুরো এক বছর পিছিয়ে চলতি বছর অনুষ্ঠিত হচ্ছে দুবাই এক্সপো ২০২০। বৃহস্পতিবার দারুণ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠে আরব বিশ্বের বহুল প্রতীক্ষিত এই এক্সপোর। ছয় মাসব্যাপী চলমান এ আয়োজনে অংশ নেবে বিশ্বের ১৯০টি দেশ। খবর এপি। এক্সপো আয়োজনের জন্য দুবাইয়ের দক্ষিণ প্রান্তে সম্পূর্ণ শহরের আদলে ভেনু তৈরি করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় ৭০০ কোটি ডলার। দুবাইয়ের আশা, জাঁকজমকপূর্ণ এ আয়োজন নতুন নতুন ব্যবসাকে আকৃষ্ট করতে সক্ষম হবে। পাশাপাশি আরো বেশি বিদেশী সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যকেন্দ্রে জমি কিনবেন। পাশাপাশি কম বেতনে কর্মী নিয়োগ ও বাক-স্বাধীনতার বিষয়ে দেশটির যে সমালোচনা রয়েছে, সেসবও কাটিয়ে ওঠার প্রত্যাশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাখতুম। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন। গোটা ভেনুতে ছিল নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। অলিম্পিকের পর দুবাই এক্সপোকেই বিশ্বের সবচেয়ে বড় বৈশ্বিক আয়োজন বলে ধরা হয়। এক্সপো সামনে রেখে এরই মধ্যে দেশের বেশির ভাগ মানুষকে কভিড-১৯ প্রতিরোধী টিকার আওতায় এনেছে সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি কমেছে দেশটির সংক্রমণের হারও। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন