সারাহ এভারার্ড নামে এক নারীকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যার দায়ে ব্রিটিশ এক পুলিশ কর্মকর্তাকে আজীবন কারাদন্ড দিয়েছে ইংল্যান্ডের একটি আদালত। ওয়েইন কুজেনস নামে ওই পুলিশ কর্মকর্তা প্যারোলেও আর বের হতে পারবেন না বলে আদালতের রায়ে বলা হয়েছে। গত ৩ মার্চ স্থানীয় সময় সন্ধ্যার দিকে ৩৩ বছর বয়সী সারা এভারার্ড দক্ষিণ লন্ডনে এক বন্ধুর সাথে দেখা করে বাড়ি ফিরছিলেন। ওই সময় লন্ডন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ওয়েইন কুজেনস তাকে গ্রেফতারের নামে জোর করে একটি ভাড়া করা গাড়িতে তোলেন। সপ্তাহখানেক পরে দক্ষিণপূর্ব ইংল্যান্ডের একটি গাছপালায় পরিপূর্ণ এলাকায় এভারার্ডের লাশ পাওয়া যায়। আদালত প্রমাণ পেয়েছে যে সারাহকে ধর্ষণের পর হত্যা করেন কুজেনস। ৪৮ বছর বয়সী কুজেনস বিভিন্ন ক‚টনৈতিক প্রাঙ্গণ পাহারার দায়িত্বে ছিলেন, এভারার্ডকে অপহরণের সময় তিনি তার পুলিশ পরিচয় ব্যবহার করেছিলেন বলে জানতে পেরেছে ওল্ড বেইলির আদালত। আজীবন কারাদন্ড হওয়ায় কুজেনসের প্যারোলে মুক্তির সুযোগ থাকছে না। সিএনএন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন