ইনকিলাব ডেস্ক : জার্মান পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন এক সন্ত্রাসীকে আটক করেছে। সে বোমা হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এক টুইটার বার্তায় জানায়, তারা জার্মানির লিপজিগ থেকে ওই সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করে। পুলিশ অনেকদিন ধরে সন্দেহভাজন এই সন্ত্রাসীকে খুঁজছিল। তার নাম জাবের আল-বকর। সে সিরীয় শরণার্থী। গত শনিবার চিমনিজ নগরীর পার্শ্ববর্তী একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন