শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের আপত্তিকর মন্তব্য ফাঁসের জের ধরে টিভি উপস্থাপক বরখাস্ত

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক এনবিসি টেলিভিশনের টুডে শো থেকে জনপ্রিয় উপস্থাপক বিলি বুশকে বরখাস্ত করা হয়েছে। ২০০৫ সালে নারীদের নিয়ে ট্রাম্পের একটি আপত্তিকর কথোপকথনের অডিও সম্প্রতি ছড়িয়ে পড়ার ঘটনায় এ ব্যবস্থা নেয় টিভি চ্যানেলটি। অ্যাকসেস হলিউড নামের একটি টিভি অনুষ্ঠানের জন্য বিলি বুশের সঙ্গে কথা বলার সময়েই ওইসব মন্তব্য করেছিলেন ট্রাম্প। এক প্রতিবেদনে বিলি বুশকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্তের খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিলি বুশ সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পরিবারের একজন সদস্য। তিনি জেব বুশের কাজিন। ওই কথোপকথন ফাঁস হওয়ার পরপরই অবশ্য বিষয়টি নিয়ে নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন উপস্থাপক বিলি বুশ। তিনি বলেন, ভিডিওর এই বিষয়বস্তুর জন্য তিনি অস্বস্তি ও লজ্জাবোধ করছেন। এর কোনো অজুহাত হয় না। ১১ বছর আগে তার বয়স আরো কম ছিল। তিনি অপরিণত ছিলেন। পুরো বিষয়টির জন্য তিনি দুঃখিত। টুডে শোর ভারপ্রাপ্ত নির্বাহী নোয়াহ ওপেনহেইম এক লিখিত চিঠিতে তার কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে তিনি লিখেছেন, ওই টেপে বিলির যে ভাষা ও আচরণ ফুটে উঠেছে তার কোনো অজুহাত থাকতে পারে না। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন