শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

এরকম হেনস্থা করে দায়িত্ব থেকে সরানো যাবে না : টিউলিপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ৯:৫৩ এএম | আপডেট : ২:১১ পিএম, ৪ অক্টোবর, ২০২১

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই সাথে গাড়ির ছাদে একটি রাজনৈতিক বক্তব্য লিখে যায় দুর্বৃত্তরা। টিউলিপ বলেন, এরকম হেনস্থা করে তাকে তার দায়িত্ব থেকে সরানো যাবে না। তিনি তার কাজ করে যাবেন।

কিলবার্ন ও হ্যাম্পষ্টেডের লেবার দলীয় এই এমপি ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বৃহস্পতিবার সকালে করা হয়েছে। তবে গাড়ির জানালা ভাঙলেও কোনো কিছু গাড়ি থেকে চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি। টিউলিপ সিদ্দিক বর্তমানে পুলিশ প্রহরায় নিরাপদ আছেন বলে সূত্র জানিয়েছে। তিনি আরো বলেন, যে শব্দগুলো লিখে যাওয়া হয়েছে তাতে পরিস্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি টার্গেট করে হামলা।

ঘটনার পর টিউলিপ সিদ্দিক লেবার পার্টির শীর্ষ নেতাদের কাছ থেকে ফোন পেয়েছেন, সেই সাথে হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফোন করেছেন টিউলিপ সিদ্দিক এমপিকে। ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই নানাভাবে টিউলিপ হেনস্থার শিকার হয়েছেন। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে নারী রাজনীতিবিদদের উপর নানা ধরনের হয়রানিমূলক আক্রমণ বেড়ে গিয়েছে। উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
জব্বার ৪ অক্টোবর, ২০২১, ১১:৩৮ এএম says : 1
টিউলিপের জন্য শুভ কামনা রইলো
Total Reply(0)
হুমায়ূন কবির ৪ অক্টোবর, ২০২১, ১১:৩৯ এএম says : 1
হেনস্থা করে তাকে থামানো যাবে না। সামনে দিকে এগিয়ে যাবে, ইনশা আল্লাহ
Total Reply(0)
তফসির আলম ৪ অক্টোবর, ২০২১, ১১:৪০ এএম says : 1
লন্ডনে এই ধরনের হামলা মেনে নেয়া যায় না
Total Reply(0)
পান্নু ৪ অক্টোবর, ২০২১, ১১:৪০ এএম says : 1
বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা জানানো উচিত
Total Reply(0)
বান্নাহ ৪ অক্টোবর, ২০২১, ১১:৪২ এএম says : 1
এই ঘটনার তিব্র নিন্দা জানাচ্ছি
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন